আল্লাহ আমার অন্তরে মহা ঝড়।
অতীতকালের আয়নায় লাগে ডর ।
কর্ম আমার ধর্ম ফলে ব্যর্থ ,
তুমারই কৃপায় আছি আমি নির্ভর ।
আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে ।
দিন গেলো মোর হেলায় ভুলভ্রান্তে ।
শুন্যহস্থে বিপদগ্রস্ত রব,
তুমার রহমের ভরসায় শেষান্তে।
তুমি ভালোবাসো ক্ষমা করিতে জানি।
এক পা এগোলে শত পা আসো মানি ।
প্রার্থনা মোর ফিরিয়ে দিওনা রিক্ত,
রাখিও দয়াল মোর তরে ক্ষমাখানি।