স্বপ্নের বোঝা - সাথে নিয়ে সোজা
প্রবাসে এসে ভাই,
অনেক অন্বেষে - বোধ হয় শেষে
সোনার হরিণ নাই।
পথে পথে চলে - মনে মনে বলে
কি করি যাই কোথায় ।
তার ভাষা জ্ঞান - এ দেশে অজ্ঞান
অজ্ঞাত সম্প্রদায় ।
ক্ষুধা পিপাসায় - অচিন অজানায়
প্রতিদিন প্রতি রোজ ।
হাত ইশারায় - বাক্যহীন ভাষায়
কর্মের করে খুঁজ ।
অভাব অনাটনে - অহং গেলো বনে
অন্তর হয় সাদা ।
কোনো কাজে আজ - নাই আর লাজ
কোনো কাজে নাই বাঁধা ।
মনে পরে মা - দেশ ও তার গাঁ
মনে পরে মাএর প্রীতি ।
নয়নের জল - করে ছল ছল
ভেসে উঠে সব স্মৃতি ।