সেই ছোটবেলা হতেই রাত জাগাটা ঠিকই হতো
কিন্তু এখন সেটা কিছুটা আতেলিয়োর মতো।


আতেলিয়োর ব্যাখ্যাটা দিচ্ছি খানিক পরে
অফিস থেকে যখন রাতে ফিরি ঘরে
আতেলিয় ভাবনাটা ঠিক তখনি মাথায় ঘোরে।


মানেটা হল অর্থহীন চিন্তা করা, মনীষীদের জীবনী পড়া উইকিপিডিয়ায় দেই মনোযোগ
কতিপয় উচ্চ বুদ্ধ্যঙ্ক মানুষের কিছু দিক নিয়ে শুরু হয় ব্যাপক গোলযোগ।


ভাবনাগুলোর বাস্তবিক রুপ নেয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নেই হয়তো কখনো
স্বপ্নের ধরনঃ আইনেস্টাইন যদি আমার ছাত্র হতো তাহলে তো পৃথিবীর বাহ্যিক বিষয় নিয়ে গবেষণার সুযোগ পেত, হিটলার যদি চিত্রশিল্পী হবার স্বপ্ন নিয়ে ভিয়েনায় না গিয়ে আমার কাছে আসতো তাহলে কি হতো?