স্মৃতির কাঁটাতারে ছিলাম মগ্ন
ছেড়া আকাশের নীলে অদৃশ্য
অগ্নির আলো ছায়ার প্রান্তরে হয়ে দগ্ন
চিল আর কাঁকের পাইনি সাদৃশ্য


শৈশবের দুরন্ত দস্যিপনা
ছুটেছি কর্দমাক্ত শরীর নিয়েই
বেড়ানর ইচ্ছায় ব্যাকুল মনা
উচ্ছাসিত হত মন কোন আত্মীয় পেয়েই


আগলে রাখতে হয়েছি ব্যর্থ
না হয় আমাকে ছাড়ার কি অর্থ