পান করেছি বিষাক্ত সুধা
দূর হয়ে যাবে পৃথিবীর সমস্ত ক্ষুধা।


তপস্যার মগ্নতা ভেঙ্গে রোধিবে জগতের মোহ
পরে রবে আত্মাবিহীন আয়েশ আপ্লুত দেহ।


পচে গলে হইবে বিলীন স্তব্ধ অনুভূতির দেয়াল
রইবে পরে দেহের স্তুপ থাকবেনা কারো খেয়াল।


মনুষ্য মূল্যবোধ ক্ষয়িত অলসতাই এ দুর্ভিক্ষ
দুর্বল চিত্তের বিড়াম্বনায় জীবন হয়েছে সংক্ষিপ্ত।


সমাধির বিছানায় শুয়ে ঘুম নেই দু চোখে
ক্ষণিকের ধরায় মোহিত সুখের মোহে।