একটুকরো অপেক্ষা , এই বুজি তুমি এলে বাবা
দরজার কপট  দুটো  আছে তোমার শুন্যতায়
বিসছানার চাদর - পাচ্ছে না ,তোমার স্পর্শ
পুরো ঘরটা এখন চুপচাপ -
পাচ্ছে না , তোমর আদর ঘেরা শাসন
খালি পরে আছে  বুকের  মধ্য - বাবা তোমার সিংহাসন l


আর একবার তুমি আস্তে যদি , দেখতে পেতে তবে
তুমি ছাড়া শূন্য সবি - তোমার প্রতীক্ষাতে সবে l
বাবা বুকের মধ্য যন্ত্রণা আজ , পুরছে আশার আলো
তুমি ছাড়া একলা আমার  কাটছে কেমন বোলো l
বাবা যদি তুমি আকাশ পানে তারা হয়ে দেখো  আমায়
যেনে রেখো , অনেক বেশি - ভালবাসি  তোমায় l


(এই কবিতা তা আমার বন্ধু বাপ্পি জন্য ওর বাবা কে নিয়ে লেখা l আসলে বাবা শব্দ টা , আমি বুজি না l কিন্তু বাপ্পির হৃদয়ে যে হাহা কার l আমাকে লিখতে বাধ্য করেছে l আমি , আমরা সবাই - দোয়া করি বাপ্পির বাবাকে আল্লাহ বেহেশত দান করুন l )


২৮-৪-২০১৮