বিস্তিত নীল , অভারিত সবুজে
ভেজা ভেজা শিশিরে ,
আমি দেখি বাংলার রূপ l


রাত্তির গভীরে শিয়ালের হাঁকে ,
এলোমেলো বাতাসের কোলাহল ডাকে
আমি দেখি বাংলার রূপ l


খন্তা হাতে শ্রমিকের ছুটে চলা
মাটির আহবানে ,
ফসলের ক্ষেতে কৃষকের
ধানের আমন্তনে ,
আমি দেখি বাংলার রূপ l


এই নদী , ছোট ছোট হিমালয়
দিগান্ত ছোঁয়া মাঠ , পাখিদের কিচিমিরে
আমি দেখি বাংলার রূপ l


আমি ঘুম থেকে উঠে শুনি
পাখিদের কোলাহল ,
চোখ মেলে দেখি বাংলার
সবুজ- শ্যামল l


আমি বাংলার রূপে মুগ্ধ ,
মুগ্ধ আমার নয়ন ,
এই বাংলাতেই যেন হয়
আমার সজ্জা শয়ন l
2010