মা শব্দ টা আমার কাছে ডায়নামিক
হিরে-জহরত কিংবা কহিনুর টাইপ
কিছুর সাথেই তুলুনা করা যাবে না ,
তার জন্ম অনেক বার হয় , যেমন -
মেয়ে , বোন ,  স্ত্রী  তারপর মা l
অল্প সময়ে বড় গল্প লেখা এই  একটি শব্দ ,
ইতিহাসে দ্বিতীয়টি  আর নেই l
স্বদেশ সমান মা , যে একটা জাতিকে
আচল দিয়ে ডেকে রাখতে পারে ,
কিন্তু হাজার টা জাতি তাকে , তার দেয়ার
সমান করতে পারবে না ,
মাকে প্রথেমেই , আমি বলেছি ডায়নামিক l


দরজার ও পাশে মা অপেক্ষা করে ,
তার সন্তান ঘরে ফিরবে , হাতে নিয়ে ভাত ,
না ফিরলে সন্তান , অনিদ্রায় কাটে রাত ,
মা দ্বিতীয় পৃথিবীতে আর নেই l
যার নেই এ ভুবনে মা , বুঝে সেই ,


মায়ের চরিত্র একটাই , এতে কোন কালি নেই
যেমন নেই  কোরআনে -
মায়ের মৃত্যু নেই , মা কখনো মরে না
মা বেঁচে থাকে তার নারী ছেড়া আত্মায়,
তাই আমি মাকে ডায়নামিক বলেছি l


সন্তান পৃথিবী যত দুরে থাকুক , মা এর কাছে থাকে
মা বুঝতে পারে তার সন্তান কেমন আছে ,
এত বড় নেটওয়ার্ক  আজ পর্যন্ত তৈরি হয়নি l
এই একজন যে তোমার- আমার জন্য শুধু দোয়া করে ,
বিনিময়ে আর কিছুই  চায়নি ,
টাকা- পয়সা ধন দোউলাত কিংবা আশ্রয় l
তাই মা কখনো প্রফেশনাল কবিতা হয়না ,
মা হয় জীবনের কবিতা l