ভুলে যাওয়া কতটা সহজ , সবাই ভুলে যেতে পারে না
কেউ কেউ ভুলে যায়, কেউ কেউ দেখেও দেখেনা
কেউ কেউ কোন কিছু ঘটার আগেই রটিয়ে দেয়,
ইস্বর ও হিসাব চাইবেন, তার সৃষ্টির কাছে
তাই ভুলে যাওয়াটা কঠিন
ভুলে যাওয়া কঠিন শুধু কষ্টের সময়টা
কীটপতঙ্গ হতে মানুষ পর্যন্ত, পৃথিবীর ভূগোল ইতিহাস সব
ভুলে যাওয়া কতটা সহজ, কারো আঘাতের চিহ্ন
কারো মুখের বুলি, কারো দৈর্ঘ্য প্রস্থ মাপের ভুলগুলি,
কে তাকে কামড় দিয়েছে, কে রেখেছে কার হাতে হাত
কার সকালের অন্ধকার গুচেছে, কার হয়েছে সুপ্রভাত
মনে রাখার মত অনেক গল্পই বেছে নেই, নেই অস্তিত্ব
কথার বুলিতে হৃদয় হয়েছে তীর বিদ্ব,  কারো চোখের জলে ভিজেছে পৃথিবী শুদ্ধ!
কারো অনুসূচনায় আসে না, কারো আচরণে  তিক্ততা
কারো হৃদয় খোরার অভ্যাস খুব সাধারন,
কারো চোখের পানিতে কেউ স্নান করে ,
কেউ যন্ত্রনা  দেখে তৃপ্তিতে হাসে
কেউ হৃদপিণ্ড খেয়ে তৃপ্তির  ঢেকুর তোলে,
ভুলে যাওয়া অনেকটা কঠিন,
হাতে আগুন নিয়ে হাটার মতন
মানুষ শুধু মনে রাখে, যা মনে রাখার প্রয়োজন থাকে না
যা প্রয়োজন তা মনে রাখেনা,
যেমন হাসিমুখ
সুন্দর ব্যবহার
সুখের কোন স্মৃতি
নিঃস্বার্থে যে মানুষগুলো ভালোবাসে
02-01-2024