মনে পড়ে খুব পরে
বুকের পাঁজরে এসে তুমি ভাড়া ছিলে
তার দরজা জানালায় তোমার স্মৃতি
পুরনো আসবাবপত্রের মতো পিছুটান থেকেই যায়।
মনে পড়ে তোমাকে খুব মনে পড়ে
ভুলে যেতে চাই হয়তো তাই মনে পড়ে
মনে না রাখতে চাওয়ার সময় মনে পড়ে
এখন একটু অশান্তি হলেই তোমায় মনে পড়ে
মনে পড়ে, ভুলে যাওয়া এত সহজ না
আমার শখের একটা বই ছিলে তুমি..
সে বইয়ের গল্প তুমি,
সে গল্পের প্রাণ ছিল আমার প্রেম।
অর্ধেক পড়া শেষে জানার আগ্রহ এলো
একটু অগোছালো আর অবহেলায় মধ্যে কে নিয়ে গেল।
মনে পড়ে অসম্ভব মনে পড়ে
তারপর কি হয়েছিল সেই তৃষ্ণায়।