আল্লাহর কোন ঘর নেই
ঈশ্বরের কোন ঘর নেই
বিধাতার কোন ঘর নেই
ভগবানের কোন ঘর নেই

তবে নারীর ঘর  থাকতে হবে কেন?

নারী তো স্রষ্টা!  
সৃষ্টি করে সন্তান
সৃষ্টি করে পুরুষ
সৃষ্টি করে পিতা

তবে নারীর ঘর থাকতে হবে কেন?

ঘর  থাকবে তাদের,
যাদের বুকের দুধ প্রয়োজন
প্রয়োজন শান্তির জন্য কারো বুকে একটুকু আশ্রয়

নারীর কোন ঘরের প্রয়োজন নেই
নারীর পেটে নয় মাস পুরুষ ঘুমিয়ে থাকে।
ঘুমের মধ্যেই থাকে মহাবিশ্ব। আরো কত ইতিহাস।

তবে নারীর ঘর থাকতে হবে কেন?
আমি তো দেখি পুরো পৃথিবীতে ঈশ্বরের বসবাস
চোখের দৃষ্টি হতে নিঃশ্বাস পর্যন্ত।
অসীম অনন্ত।

২৫ শে ফেব্রুয়ারী ২০২৫