আমি  শুধু ভয় পাই, চারিদিকে ভয় আর ভয়
আমার দরজার সামনে ভয় দাঁড়িয়ে থাকে
প্রতীক্ষায় থাকে কখন আমি দরজা খুলে দেবো
কখনো এমন হতো, ভয় আমাকেই ভয় পেতো
তখন সাহিত্য শেষ করে পৃথিবী আবিষ্কারের তেশটায়
পাহাড় হতে পাহাড় ছুটে বেড়ানো
খোলা আকাশে বিমান উড়ানো
অগ্নিশিখা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার বিজয় উল্লাস
সবুজ হতে সবুজে ছুটে বেড়ানো
ভূগর্ভ হতে মঙ্গল গ্রহ আবিষ্কারের দুঃসাহস
ইতিহাসে নাম লেখানো এক তীব্র নেশা
স্বপ্নকে হাতের মুঠোয় বেঁধে নেওয়া র এক প্রতিজ্ঞা
হঠাৎ একদিন সকালে
ঘুম থেকে উঠে দেখি
সামাজিকতা আমার দরজা,
লাল চুড়ি, লাল বেনারসিতে এক ফালি চাঁদ
বিনিময়ে আমার সবটুকু সাহস নিয়ে গেল
একদিন ঘর আলো  করে এলো আমার ছোট্ট সোনা
তার হাসিতে শুধু  হীরে করছে, অনেক অনেক হীরে
এরপর হতে শুধু ভয় আর ভয়
দরজার ও পাশে অফিসের ফাইল, ব্যস্ততা, আর ভবিষ্যৎ, কাঁধ   নুয়ে  যায় দায়িত্বের ঘাড়ে,
এরপর হতে শুধু ভয় পাই, ভয় পাই
পাহাড় নয়, পাহাড় ছায়ায়
বিশাল সমুদ্র আর মুক্ত আকাশ সব
আমার শুধু ভয় আর ভয়,
আমার বাবুই পাখির বাসায় যেন কেউ ঢিল না মারে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে,