একজন অদ্ভুদ মানুষের খোজে
বের হয়েছি ঘর ছেড়ে ,
যার মনে হিংসা নেই, পাপ নেই
যার অন্তরে পবিত্রতা,
যার রূপ প্রকৃতির অনুরূপ ।
একজন অদ্ভুদ মানুষের খোজে
বের হয়েছি ঘর ছেড়ে
যে এসে আমার ভয়ার্ত হৃদয়টা ধরবে
আমার অন্ধকার পথে আলো হবে,
যার ন্যায় আমি খুজে পাব বাঁচার স্বপ্ন,
একজন অদ্ভুদ মানুষের খোজে
বের হয়েছি রাতের নিরব আচ্ছন্ন আধাঁরে
প্রভাতে,গধূলির বেলায়
যে চোখ তুলে বলবে তোমার কোন দুঃখ নেই
তোমার আছি আমি, আমি থাকবো
যত দিন তুমি থাকবে ।
এমন একজন অদ্ভুদ মানুষের খোজে
হৃদয়কে আমি প্রসারিত করেছি
এবং ঘর ছেড়ে বের হয়েছি ।