অতিথি পাখির মত , আমার আগমন
পাখায় ভর করে পায়ে নিয়ে আসি অংকুর
হয়তো মরুভূমির বুকে দেবো সবুজের আস্তরণ
মাটির বুকে দেবো ভালোবাসার আবারন
তারপর উড়ে যাব হার কাঁপুনির শেষে l


অতিথি পাখির মত , আমার আগমন
তাই সৃষ্টির বিস্ময়ে ব্যস্ত সারাক্ষণ
কাল হতে মহাকালের যাত্রা , দীর্ঘ সে পথ
স্বল্প সময়ে বড় গল্প লিখতে হবে ,
সাফল্য - বার্থতার ঊর্ধ্বে l


সব পাখি আসে , সব পাখি ফেরেনা ঘরে
কারো ঠিকানা ভুলে , কেউ বা হারায় অগোচরে
মাঝ খানে ভোগ বিলাস , শেষটায় পরিচয় হীন  
স্বার্থহীন আমি পৃথিবীকে দিতে চাই ,
ভালবাসা ঋণ l


রাজপথে রক্তের কালিতে লিখে যাব
আমি পৃথিবীর ধুলা নয়
আমি কৃতজ্ঞ এই মাটি , জল আর ফসলের কাছে
দেখেন যেন স্রষ্টা দয়াময় l


ক্ষুধিতের মুখে খাদ্য দেব , কৃষক রূপে
রুগীর আমি পথ্য হবো নিজেকে সপে
আর কুয়াশায়  পৃথিবীর পথ হবো
মরে গিয়েও মানুষের জন্য বেঁচে রবো
মানুষের চলার পথে l