হয়তো তুমি আসবে
ভোরের কুয়াশায় , ঘায়ে মেখে শিশির
আমি ফুল নিয়ে তোমার প্রতীক্ষায় ,
এখন মাঝ রাত , মৃত প্রায় পৃথিবী
আমি অপেক্ষায় আছি , কখন ফুটবে টগর ফুল
প্রথম সকালে যখন আঁধার মরে যাবে ,
তোমাকে ধরণীর বুকে প্রথম শুভেচ্ছা জানাব l


হয়তো তুমি আসবে
স্বপ্ন ভরা চোখে কাজল মেখে
তোমার চুল আছরে দেব, বেঁধে দেব খোপা,
গুজে দেব টগর ফুল l
প্রথম সকালে যখন আঁধার মরে যাবে ,
ভাবতে পারো তখন কেমন হবে l


কন কনে শীতে লেপটে থাকা চাদরের মতো
তোমাকে জরিয়ে থাকি , বল কেমন হবে l
এলোমেলো কথা দিয়ে সজাচ্ছি কবিতা ,
কুয়াশা ভরা প্রথম সকালে যত আছে কথা, সব দিয়ে
তোমাকে ধরণীর বুকে প্রথম শুভেচ্ছা জানাব l