আমার বাংলায় আছে
রৌদ্রের উত্তাপ , বাতাসে ছন্দ
বাঁশ ঝাড়ের ছায়া , ঝি ঝি
পোকার শব্দ l


আমার বাংলায় আছে
প্রকোপ শীত , কুয়াশা
শিশির আর সোনালি রোদ ,
আর ঝিরঝির বৃষ্টি l


আমার বাংলায় আছে
অবারিত  সবুজ , নবান্নের উৎসব
কাকের উগ্র ডাক আর
কোকিলের কুহু কুহু ডাক
ফসলের ক্ষেতে কৃষকের ঘামের উৎসব l


আমার বাংলায় আছে
হাজার গল্প , রূপ কথা
গ্রাম বাংলার নানা নিয়ম , উপকথা
নদীর স্রোত আর মজুরের শ্রম l


আমার বাংলায় আছে
নতুনের জন্ম উৎসব , পুরাতনের
বিদয় ধ্বনি আর
ছনে বাঁশ করা নববধূর মুখখানি l
দুপুরের কড়া রোদ , বিকেলের প্রশান্তি
রাত্রির নিরাবতা সব,  সব l