পুরোনো কাগজের মত হয়তো বা
বুকশেলফের সবচেয়ে নিচের তাকে  অথবা
মনিহারী ঝনযাট রাখার পাত্রে
নয়তো বা সিগারেটের এসট্রেতে ছাই ফেলার মত
ভালবাসাকে ফেলে রেখেছো l
ভালবাসা স্বর্ণের মতো চকচক করছে না
লবনক্ত ঘামে ভিজে ঝং ধরেছে
অথবা ভালবাসায় মরিচা পরেছে ,
নিভে গেছে ভালোবাসার আলো
তোমার চুপ থাকা নীরবতা তাই প্রকাশ করছে l


তুমি হয়তো জানো না , ভালবাসা পুরোনো হয়না
ভালবাসা প্রতিদিন আরও নতুন হয়
তোমার ভালবাসা সেতো ভালবাসা নয়
তুমি স্বপ্ন দেখো রাত জেগে , হয়তোবা দেখো না
তুমি মানুষকে ভালোবাসো মন দিয়ে
হয়তো বা ভালোবাসো না
তুমি কারোর জন্য অপেক্ষা করো , ব্যাকুল মনে
হয়তো বা তাও  করো না l


নিস্তিত তুমি ভালবাসা বোজনা
ভালোবাসার স্বাদ পাওনি কখনো
ভালবসার স্বাদ অন্তর দিয়ে পেতে হয়
সে মুখে নয় , অন্তরে অন্তরে কথা কয়
সে সব কিছু নতুন করে গড়তে জানে
সে হারায় না ঘৃণা কিংবা অভিমানে
সে তারুণ্যর প্রকাশের ভাষা
প্রতিটি মানুষের জীবনে এক টুকরো আশা l