আমার তিন দিনের একটা প্রেম ছিল,
বৃহস্পতিবার  তার হাতে হাত রেখে ছিলাম
শুক্র শনি ছিল সরকারি ছুটি, তাই প্রেম ছিল বন্ধ
রবিবার ডাগর ডাগর চোখে  চেয়ে মেয়েটি বলেছিল
তুমি বন্ধু হয়ে থাক, প্রেমটা আমার হবে না  


পুরো হৃদয় শূন্যতায় ছেয়ে যায়,
অনেকটা চুপ হয়ে যাই আমি, ঠোটের কোণে যে হাসি ছিল
ধীরে ধীরে মলিন হয়ে যায় ,


আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিলাম আমি প্রেমিকা চাই
একটা প্রেমিকা চাই, সবার মত আমারও একটা প্রেম হোক,
কারো হাত ধরে অনেকটা সময় হাটি,  


প্রেমটা আর হলো না,
শুক্র আর শনি বারের লেখা প্রেম পত্রটি,
তাকে আর পড়ে  শোনানো হয়নি,
কখনো সে জানতেও পারেনি কতটা গভীর ছিল সে চিঠি
কতটা স্বপ্ন ছিল তাকে আগলে রাখার


হয়তো তার হাতের স্মার্টফোনটা আমি হতে চেয়েছিলাম
হয়তো তার চোখের উপর পাপড়ি  হতে চেয়েছিলাম
হয়তো তার বুকের উপর ওড়না হতে চেয়েছিলাম
হয়তো তার গায়ে শীতের নীল চাদর হতে চেয়েছিলাম
হয়তো তার নিরাপত্তার প্রহরী হতে চেয়েছিলাম


সোম মঙ্গল বুধ, এরপর আমি হাসতে ভুলে গিয়েছিলাম
অনেকদিন আমি হাসিনি
এ যেন নিজস্ব জেলখানার এক কয়েদি,
যার সাজা ছিল মৃত্যু অবধি জ্বলন্ত আগুনে পোড়ানো,
চোখের জলের সমুদ্রে যেন তার শেষকৃত্য হয়


আর প্রেমিকা ভালই ছিল,
নাম না জানা কোন প্রেমিকের সাথে,