একটা কথা বলার ছিলো,
তুমি চলে গেলে,
বিষণ রকম একটা কথা বলার ছিলো
তুমি চলে গেলে,
এই যে চলে গেলে আর এলে না।
চেয়েছিলাম একটা কথা বলবো,
তুমি চলে গেলে।
সবাই চলে গেলো,
সাগরে ঢেউ চলে গেলো
জোয়ার চলে গেলো।
ভেবেছিলাম তুমি থাকবে
তুমি চলে গেলে।
বিষণ রকম একটা কথা বলার ছিলো
তুমি চলে গেলে।
থেকে যাওয়ার মতো আমিই রয়ে গেলাম
তুমি চলে গেলে।
বলেছিলে সন্ধারা যেমন করে থেকে যায়
তেমনি করে একসাথে রবে,
অপেক্ষারা থেকে গেলো,
এলোমেলো নয়ন কান্না শেষে
দুঃখ গুলো থেকে গেলো,
তুমি চলে গেলে,
বিষণ রকম একটা কথা বলার ছিলো
তুমি চলে গেলে।
আমার অপেক্ষারা তোমায় বলতে চায়,
থেকে যাও,  বলতে চায়!
থেকে যাওয়ার মতো ভালোবাসলে
একশত কোটি বছর আমি না থাকলেও
এ মন পরকালেও তোমায় ভালোবাসবে।