আমাদের এই চলার পথ
একটা সময় হারাবে ঠিকই
তুমিও হারাবে।
প্রয়োজনে আর পাওয়া যাবে না তোমায়।
অসময়ে পাওয়া গেলেও
সেদিন আর কোনো চাওয়া
আর পাওয়া থাকবে না তোমার কাছে ।
আমাদের এই চলার পথ
একটা সময় হারিয়ে যাবে।
সেদিন তুমিও হারাবে।
আমাদের সময়ের সাথে যত স্মৃতি
বিলীন হবে সব ,
একটা সময় সবাই দূরত্ব বুঝে নিবে ।
সেদিন আর কাছে থাকার গুরুত্ব থাকবে না ,
সময়ের ব্যবধানে হারাবে ঠিকই
আমাদের স্মৃতি হয়ে যাবে ইতি
ভুল পথে ভুল রাস্তায়
আমাদের আবারো হতে পারে দেখা ,
সেদিন আর কাছে ডাকা হবে না,
চোখে চোখ রাখা হলেও
আমাদের আর কথা হবে না ।
সময়ের ঘড়ি তার মত চললেও নিষ্ঠুর হয়ে যাবে আমাদের স্মৃতির কিছু অতীত ।
এভাবেই আমাদের একটা সময় হারাবে ঠিকই।
সময়ের সাথে সাথে সবাই বদলে যাবে
ক্ষণিকের এই পৃথিবী রেখে যাবে কিছু মায়া ।
এভাবেই কেউ আসবে কেউ যাবে
তাই নিজের নিজেকে বন্ধু করা ছাড়া
আর কোন পথ অবশিষ্ট নেই ।