আমার দেশ আমার বাংলাদেশ
আজ মাথা উঁচু করে পঞ্চাশ বছর দাঁড়িয়ে  


লাল সবুজ পতাকা এনেছি বীর বাঙালীর রক্তের দামে
স্বাধীন সূর্যোদয়ের সুজলা-সুফলা শস্য-শ্যামলা
সে আমার বাংলাদেশ বাংলার ঘরে ঘরে


এসো হাতে হাত ধরি
  বরমাল্যে হয়ে কর্ণবিদারী
চলো হই উচ্চকণ্ঠী


আমার বিদ্রোহী মন আমার স্বাধীনতা
আমার বৃষ্টি ঝরা এই নির্ভীক তেজস্বী প্রাণ


স্বাধীনতা আমার একমনে গাওয়া
  ফুলের হাসি মুক্তিযুদ্ধের গান
স্বাধীনতা তুমি আমায় দিলে লাখো কোটি মানুষের প্রাণ


পঞ্চাশ বছর হল দেশ প্রেমিকের অন্তরে আমার স্বাধীনতা
  হে মহান নেতা শেখ মুজিবুর রহমান
  তুমি এখনো রয়েছো লাখো-কোটি মানুষের হয়ে প্রাণ


তুমি হাসলে বাঙালি হাসে
রবি ঠাকুরের সুরে আমার বাংলা
জীবনানন্দের ধানসিঁড়ি হয়ে বার বার আসি ফিরে
  
হে আমার বাংলাদেশ চলো দুর্নীতিকে বন্ধ করে
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি হাতে হাত রেখে।



সুবর্ণজয়ন্তী সফল হোক --