কে তুমি?  আমায় এভাবে কেন খুঁজো?


কে তুমি?  বারবার স্বপ্ন শহরে উঁকি দিচ্ছো?


কে তুমি শুধুই আমায় ভালোবাসো ভালোবাসো
বলে যাচ্ছো?
আমি তো তোমাকে এখনো চিন্তে পারিনি!


কে তুমি?


আচ্ছা তুমি কি রুপকথার মায়াবিনী?
নাকি স্বপ্নের অদৃশ্য রাঙাপরি।


কে তুমি?  একবার বলো!
দেখি তুমাকে চিনতে পারি কিনা।


যদি নাই বলো তবে স্বপ্নে আর এভাবে
এসো না, কারণ আমি চাই না
অচেনা কেউ এভাবে  আমায় লোকিয়ে
দেখোক!  


আমি চাই সে আমায় আমার মতো করে
ভালোবাসোক,
তবেই আমি প্রাণ ভরে পুরো শহরটা
রঙিন করে সাজিয়ে নিবো।


আর কে তুমি, কে তুমি করে ডাকবো না
কোন ভাবনা শহরে।


আর কে তুমিটাই আমার হবে
আমার মনের শহরে।