আজ তুমি খুব অভিমানে কাতর,
শূন্যতা আজ ডেকেছে চাদঁর,
বড় কষ্ট হয় অতিথ গুলোকে ছুঁয়ে,
ভুলা যায় না আগের সময় টুকুকে,
এভাবেই যাচ্ছে সময় সময়ের তালে,
কাছে গেলে মনে হয় তবুও অনেক দুরে,
মনে হয় সময়টা যাচ্ছে বয়ে,
কবি মানুষের হয় না আগের লেখা,
হয় না কিছু বেধনার কথা,
ভুলে গিয়েও তবু থাকে পাওয়া,
এই যে তুমায় নিয়ে কবিতা ছন্দ লিখি,
কখনো কি বলেছো এতোটা কেন আমায়
ভালোবাসো,
সত্যি তুমি আমার স্বপ্নের ছাঁয়া বিলাসী,
আর তুমি স্বপ্নের খুব বড্ড অভিমানী।