প্রতিবাদ বলে একটি কথা?
যার জন্য করলাম এতো দিন
গোলামি সেই আজ দিলো
আমার কাজের দিলো মান...!
আমার আয়ত্ত আজ করেছে
আমারে প্রতিবাদ,
তাই মনের ব্যাথায় করিনি কোন
প্রতিবাদ।
আমি হারিয়ে যাবো কোন নীরে
খুঁজো না আর নয়নে!
কতো শয়েছি কতো প্রতিবাদ
তবুও তোর লাগি রাত ভোর
দিয়েছি অশ্রু নদী ,
তবুও করিনি কোন প্রতিবাদ।
তোরে একটি নজর দেখার লাগি
গিয়েছি কতো স্বপ্ন ভূমি!
তবুও মানুষ করেছে কতো অপবাদ,
তবুও আমি করিনি কোন  প্রতিবাদ।