বন্ধু -তুমি  জীবনের  সুখ
খুজেছো!
কিন্তু দেখলে না কখন ও
তোমার স্বপ্ন পাখির মন।


হঠাৎ ভেঙে দিলে তার সব
স্মৃতি!
  আর পাশাপাশি আমি,ও
হলাম সাজানো কিছু
অবার্ধ কথার অপমান
বিধি  ;-

তাতে আমার নেই কোন
দু:খ,
আবার কিছুদিন পরেই
শুনতে পেলাম প্রেম অতিথ
চিহৃ করে হয়ে গেছে তার
অন্য ছেলের সাথে বিবাহ।


ছেলেটি ছিল ফাহিম,
মেয়েটি ছিল সানজিদা!


তাদের গল্প কথার মাজে
ছিলাম আমি সারাকন
সাজানো এক বন্ধি
    আশ্রয়ে।
নির্বিক স্বপ্ন গুলো রয়ে গেল স্মৃতি সরুপ!


আর আমার সেই বন্ধুটি
আছে এখন হাজার
     স্বপ্নের  ভীরের ---
কানোনে।  

এখন কাঠছে বেলা বয়ছে দিন,


আর সময়টা যাচ্ছে শুধু
না, বলার কিছু  ঘরির
কাটা।

যানিনা,  সে কেমন আছে?  
তবুও হাজার স্মৃতির
মায়াই এখন ও তার
ভালোবাসাটা আমার
হৃদয়  স্পন্দনে   প্রতিটি
নিস্বাশে বেচে আছে।


শেষ গল্পে বলতে চাই
তুমি থাকো আজিবন সুখি,  আর আমার
যাই-বা হোক তাতেই
আমি বেচে নিবো আমার জীবনের সময়ের ঘন্টা লিপি।



__আর আমি সেই মহিন


এখন ও আছি বেচে কোন এক
হাসির সেই কবিতার ছন্দে।