স্বপ্ন তুমি কেন দাও বার বার হৃদয়ে দোলা,
স্বপ্ন তুমি জানো না তুমি ছাড়া এদেহ
আমার শুধু বাচা মরা!  


এভাবে আর কতো স্বপ্ন?
একবার কাছে এসে ধরা দাও,
দেখে যাও তুমার জন্য করেছি আমি
ফুলে গেরা সমরাজ্য।


হে স্বপ্ন!  
কখনো কি হবে না আমার রুপ কথার
গল্প!  


হবে না কখনো?  আমার চারদেয়ালের  
নিরবতার চিহ্ন !


কোথায় তুমার বসবাস হে স্বপ্ন?


কাছে এসে দেখো তুমি ছাড়া
জীবনটা আমার শুধুই ক্লান্তি বিহীন।


তবুও আমি তুমায় খুব ভালোবাসি,
ভালোবাসি স্বপ্ন দেখতে!  
ভুল করেও কখনো যেও না রাতের অন্ধকারে
চলে গেলেও বলে যেও,


তবুও আমি ক্লান্ত হবো শুধু একটু বলে যাবার
জন্য।