এ পৃথিবী আমায় করেছে শূন্য
করেছে আমায় অনেক চিহৃ!


হাহাকার জীবনে সব দিকেই শূন্য,
তাহলে হৃদয়টা কেন এতো কূন্য?


হে প্রভু তুমি আমায় একটু দাও শক্তি,
ছারখার করে দিবো শত্রুর যুক্তি।


যে দিকেই থাকাই সে দিকেই  শূন্য,
চারিদিকে কিসের বিখন্ড!
কিসের এতো কষ্ট - চোখ মেলে তাকিয়ে
দেখো এ শহরটা আজ তুমারি জন্য।


কতো স্বপ্ন তোমায় নিয়ে, হৃদয়টা রাখিয়াছি খুলে
আজ ও হলো না কোন একটা চিহৃ!  


পড়ে আছে শুধু শূন্যের দাগ,
আর কিছু রক্ত ভেজা  কালো টি-শার্ট।


এভাবে আর কতো শূন্য হয়ে পড়ে থাকবো!


আমার ও তো ইচ্ছে হয় তোমাদের মতো বাচাঁর,
ইচ্ছে হয় পাখির মতো উড়ার!


ইচ্ছে হয় কিছু স্বপ্ন দেখার,


জানি সময়টা বদলে গেছে,  তুমিও বদলে যাবে!


তাই নিজকে একটু  পরাধীন করে
পৃথিবীর সাথে আমিও বাচঁতে চাই!


আর নয় কালো মাখা শূন্যে, নয় কোন অশ্রু ঢেউ
রুখে দারাবো সবাইকে নিয়ে!


করবো শূন্যের প্রতিঘাত।


                   লেখাটা আমার চাচ্ছুর জন্য লিখছি-