তুমি দুঃখ হলেই দুঃখ দিও
নাই-বা দিলে সুখ;
তোমাকে আমি এক যুগ ধরে জানি ;
আরো জানি দুঃখের নাম অসুখ ।

- মহিন