কত সন্ধা হলো, কতো রাত গেলো,
তবুও তুমি আসলে না!
কবে আসবে তবে, একবার বলো?


এই যে দারিয়ে ছিলাম একটি গাছের নিচে
মনে কি আছে তুমার!


তুমি বলে ছিলে আসবে সন্ধা হলে
কিন্তু তুমার আসা হলো না।


তুমি কি জানো?
তুমি যাবার পর কি হয়ে ছিলো,
শুধু আমিই ছিলাম পুরো রাত,
আর কেউ ছিল না,
কত কষ্ট হয়েছিল আমার তুমি যদি তা বুঝতে!


কতো স্বপ্ন এসে ছিলো
কতো কথা হয়েছিলো স্বপ্নপরির সাথে
সে বলেছিলো তুমি আসবে না


কিন্তু সত্যি তুমি এলে না।


আসলে এতোদিন ছিলে আমার সাথে
এই যে এতো সময়,এতো বিষণ্ণ নিয়ে জেগে
থাকি এগুলো ভুলার নয়,


নির্জনতা আমায় সব সময় ভাবায়
কেউ চলে গেলে ফিরে আসে না
তবুও তুমার অপেক্ষায় কেটেছে প্রতিটি প্রহর।


শুধু বিশ্বাস ছিল
তোমায় ভালোবাসি, যদি ফিরে নাই আসো
তবে যেন দেখা হয় নতুন করে
নতুন কোন ভোরের অধ্যায়ে।