তোমাকে বিদায় দেওয়া হলো না
তুমি ঠিকই বিদায় নিলে ।
স্মৃতির পাঁজরে বুকের এক পাশে আজও,
প্রশ্ন জমা
কেমন করে অগ্নি দিয়ে পুড়িয়ে দিলে,
মনের শত প্রতিশ্রুতি!
কেমন করে ভুলে যাও ?
আমায় যদি তা শিখিয়ে দিতে!
তবে হয়তো মানিয়ে নিতাম
ভালো থাকা যেত পৃথিবীর মতো করে ।
তোমাকে বিদায় দেওয়া হলো না
তুমি ঠিকই বিদায় নিলে ।
কেন যে আজও মনে হয়,
কেন মনে হয়?
তোমার ও কি হয় আমার মত ক্ষতবিক্ষত হৃদয়,
খুব মনে পড়ে
তুমি যখন হেঁটে হেঁটে যেতে
আমি সকালে দাঁড়িয়ে থাকতাম
এভাবে কত বছর কেটে গেল
তোমার আমার পথ চলা
আর কি অদ্ভুত হঠাৎ তুমি নিরুদ্দেশ
ঠিকানা বিহীন হারালে
আর আমি শত শোকে
মনের ভিতর মিছিল দিলাম
তোমাকে বিদায় দেওয়া হলো না,
তুমি ঠিকই বিদায় নিলে ।
এভাবেই কি যাবে শত বছর,
তোমাকে না দেখে?
এভাবেই যাবে কি?
মধ্যরাতের যে কথাগুলো ভীষণ দামে কেনা,
এভাবেই যাবে?
পৃথিবীর কথা ভুলে নতুন পৃথিবী গড়া ,
তোমাকে বিদায় দেওয়া হলো না ,
তুমি ঠিকই বিদায় নিলে ।