আমি তুমি আমরা সবাই
চোরের রাজ্যে প্রজা
অন্ধকারে ভোট চুরি হয়
আলোয়ে মহারাজা।

ধার্মিক সেজে ধর্ম চুরি
চুরি হয় ইমান
এলেম চুরি আমল চুরি
চলে সমানে সমান।

সত্য- মিথ্যা চুরির ছলে
আবেগ চোরও আছে
চোরাগুপ্তা ভালোবাসার
প্রেমিক আশেপাশে।

কথার মাঝে কথা চুরি
কাব্য চুরি ছন্দে
গান চুরি হয় সুরের তালে
আহা কি আনন্দে!