কিছু না দিয়েও তোমায় সব দেবো আমি
আদি-অন্ত সব, দেব অবোধ পাগলামী
কিছু না বলেও তবু বলে দেব সব
নিরালায় আঁখি মুছে করবে অনুভব !!
হৃদয়ের কুঠরিতে নিয়েছে যে ঠাঁই
মুছে ফেলে সে প্রতিমা সাধ্য কারো নাই
কে পারে কিনিতে আমার বিলাসী বেদন
জানবে না কেউ ঠিক কোথায় দহন !!


কতদূরে যাবে তুমি পণ্ড করে শ্রম
মনের সীমান্ত কেউ করে অতিক্রম ?
পারবেনা তুমি ওগো চলে যেতে আর
তোমার প্রতি ইঞ্চিতে আমার অধিকার!!
মনের মনি কোঠায় রেখেছি গোপনে
মুক্তি যদি চাও পাবে আমার মরণে।