কত দিন বসি না মা তোমার ও কোল ঘেঁষে
ভাগ্যাহত ছেলে তোমার পরে আছে দূর দেশে  
আজও আমি রাত বিরাতে ঘরে ফিরে আসি
কেউ আমায় বকে আর, রয় না দ্বারে বসি
তেলা পোকার উচ্ছিষ্ট আর বাঁশি পচা খেয়ে
দিনে দিনে দিন চলে যায় আশায় চেয়ে চেয়ে।
তন্দ্রার ঘোরে তোমায় পাই যখন গভীর রাত
কত মায়া ছড়িয়ে দিয়ে মাথায় রাখো হাত
কোথায় চলে যাও গো তুমি প্রভাতের আগে
তুমি ছাড়া  এই আমাকে শূন্য শূন্য লাগে।
আজ বিমূর্ত হই সে সব কথা যখন মনে পরে
কেউ আমায় খাওয়ায় না আর ধমকের স্বরে।
একটু খানি ঘাম দেখলেই  ব্যাকুল হয়ে যেতে
তাল পাখার বাতাস দিতে আঁচল খানি পেতে
আজ নিজের ঘামে স্নান করি চোখে অঢেল পানি
কোথায় সেই তালের পাখা কোথায় আঁচল খানি?
এতটুকু ঠাণ্ডা জ্বর আর পেটের পীড়া হলে
অস্থিরতায়  কাতর হতে চোখ ভাসাতে জলে।
এখন আমি রুগ্ন হলে কেউ থাকেনা পাশে
তোমার মতো অমন করে কেউ কি ভালবাসে??