সন্ধ্যায় নীড়ে  ফেরা পাখিরা জানে
আমার ঘরে ফেরার ব্যাকুলতা
মাঝরাতের নিকষ কালো আঁধার
জেনে গেছে আমার একাকীত্বের বেদনা।
ফুলের রেনুর মধু লোটা মৌমাছি জানে
আমার পিপাসিত  মনে মরুর রুক্ষতা
তবু তোমার বুকের সৌরভ ছাড়া
অন্য বুকে নিঃশ্বাস নেয়া কখনো হবে না।


কখনো রাখবো না অন্য চোখে চোখ
সে যতই তিলোত্তমা হোক,
তবে জানি আমি জানি
আর কখনো দেখা হবে না তোমার মুখখানি।