তারাটি অগোচরে জেগে থাকে নির্বাক।
তবুও
একটি তারা জ্বলার অপেক্ষায়
কেটে যায় দীঘল কালো রাত,
মেঘেদের মিছিলে স‌ওয়ার হয়ে
কতো রাত কেটে যায় নির্ঘুম।
কবে পাবে সে তারার আলো
ঘুচিবে তার মনের আঁধার কালো।


ছোট্ট জোনাক পাখিটি জ্বলে আর নেভে
উড়ে যেতে পারেনা সেই তারার কাছে
যেথায় রয়েছে তার দুঃখ-সুখ,
যেথায় চেয়ে আছে ক্লান্ত দুটি চোখ।


জানি একদিন তার হবে সমাধান
জ্বলে পুড়ে ছাই হবে
কিংবা
উড়ে যাবে পাখিটির প্রাণ।