তুমি যখন নিভিয়ে দিয়েছো তোমার ছোট্ট প্রদীপখানি,
আমি তখন জ্বেলেছি আমার শুভ আলোর মশাল।
তুমি যখন সঙ্গাহীন অচেতন গাঢ় নিদ্রায় বিভোর,
আমি তখন সচেতন জেগে আছি তোমার শিয়রে হাতে নিয়ে আলোর মশাল,
তোমাকে ডাকছি চিৎকার করে কিন্তু তুমি শোনছোনা।
তোমার এখন এভাবে ঘুমালে চলবে?
জেগে উঠো তুমি জ্বালাও তোমার প্রদীপখানি,
আলোয় আলোয় আলোকিত হয়ে যাক তোমার ছোট্ট ঘরখানি এবং চারিদিকে এসো আলো ছড়ায়।
আমার ডাক শুনো, প্লিজ জেগে উঠো।
তুমি কি উঠবে না?
আমি যে কাঁদছি!
তুমি জেগে উঠো।
নতুবা আমিও ছুড়ে ফেলে দেবো আলোর মশাল,
তোমার‌ই মতো বিভোর হয়ে যাবো গাঢ় নিদ্রায়।
তখন কিন্তু কেউ আর আমায় জাগাতে পারবে না।


একি! তুমি কি জাগবে না, উঠবে না, জ্বালাবে না আলো আর?
আচ্ছা এতো ডাকছি তবুও তুমি শোনছো না কেন?
তোমার তো এতোক্ষণে জেগে উঠার কথা!
নাকি তুমি ঘুমিয়ে থাকার ভান করেছো?
ঠিক আছে, তোমাকে আর ডাকবো না, আর বিরক্ত করব না
যেমন আছো তেমন‌ই থাকো
ফেলে দিয়ে আলোর মশাল
আমি চলে যাবো অভিমানে, অন্ধকারে।