আজ বিদায়ের বেলা
অনেক কথা ছিল বলার
তবুও তো হলনা বলা।


অশ্রু ভেজা চোখের নীরে
দেখছি তোকে ফিরে ফিরে
চাইছে এমন বারে বারে
ফিরে যেতে সেই সুখের নীড়ে।


সময় স্রোতে ভেসে গেল
পুরোনো সে দিন গুলি
বুকের মাঝে রয়ে গেল
না বলা সে কথাগুলি।


জমায় রাখা আবেগগুলো
দুষ্টু মিষ্টি স্বপ্নগুলো
উড়ায় দিলাম ঐ আকাশে
যাক না সে সব হাওয়ায় ভেসে।


একলা একা গড়ব জীবন
হারায় গিয়ে অচিন দেশে
জোনাক জ্বলা রাত নিশিতে
হারায় যাব তোর স্মৃতিতে
দুচোখ বুজে খুঁজব তোরে
ইচ্ছে নদীর পাড়ে পাড়ে।


ভালো থাকিস সুখে থাকিস
পাবিনা আর এ আমাকে
পড়লে মনে খুঁজে দেখিস
ঐ আকাশের চাঁদের দিকে
জানি কভু পাবিনা সেথায়
তবু তুই যাবিনা বৃথায়
আছি তো সে চাঁদের নিচেই
মায়া ঘেরা পৃথিবীতেই।


তোকে যে আজ দিতেই হবে
তবু মোর নিতেই হবে
আজ বিদায়ের জ্বালা
আজ বিদায়ের পালা।