আজ সে ঘুমিয়েছে চির ঘুমে
এ ঘুম আর ভাঙবে না,
সব তারা নেমে এলেও
তবুও সে জাগবে না।


আঁধার নামিলে যে ভয় করত
খুঁজে খুঁজে যে হাতটা ধরত,
বৃষ্টি নামিলে যদি মেঘ ডাকতো
এ বুকের মাঝখানে সে মুখ লুকাতো।


আজ সে একা একাই কবরে
আমাকে ছেড়ে আছে কি করে‌?


এখনও কি অন্ধকারে?
আমাকেই খুজে ফিরে!
না পাইলে অস্থির হ‌ইয়া
ফুপায়া কান্দে রে!


ঘুমায় যেন সে ইল্লীনে
করি এই কামনা,
আমিও যেন ঘুমায় সেথায়
খোদার কাছে এই প্রার্থনা।