ছদ্মনামে  ঃ  কবি  শতদল  


মানুষের  নীতিবোধে
কেন  থাকবে  ক্রোধ  ?
তখনই  তো  জন্মায়
মানুষের  মনে
জিঘাংসা,  প্রতিশোধ  ৷
সে  নীতি
কখনই  নয়  সুনীতি
যদি  বলো  তাকে
মানুষের   অবণতি
আমি  করবো
তাহলে  তোমার  সুখ্যাতি  ৷
যদি  নীতিবোধে
ক্রোধকে  মানুষ  করে  অবরোধ
তবে  সকলেই
সে নীতিকে  বলবে  
মানুষের   সুনীতি  ৷


ব্যারাকপুর  ,  কোলকাতা,  পঃবঃ  ,  ভারত
          ৫ই  আগষ্ট  ,  ২০১৭