একটি মেয়ের কথা
তোমাদের আজ বলি
চেনামুখ, অচেনা গলি ৷
যার কথা বলছি
সে অজ্ঞলী
পাডায় সবাই অজ্ঞু বলেই ডাকে
আমার বাড়ির দুটো গলির পরেই ও থাকে ৷
ফর্সা , চেহারা বেশ গোলগাল
সুন্দরী , দেখতেও বেশ ভালো
মাস দুই হলো
ও বাবা মারা গেলো ৷
বাড়িতে আছে  ওর মা ও  ছোট ভাই
সংসার চালানোর  জন্য
ও ছাড়া আর কেউ নাই
পড়াশুনাও  ও করেছে বেশ কিছুটাই ৷
তাই তো সেদিন,
ও বলেছিল, "কি করবো, দাদাভাই  ?"
আমি কলকাতাতেই
এক জায়গায় কাজে  যাই
সেই অচেনা গলি
অসলে সেটা নিষিদ্ধ পল্লি
আমি মনে মনে বলি
আরে অজ্ঞু, তুই একি করলি !