এই শ্মশানের  ডোমের বাড়িতে
আজ একটু বেশী আনন্দ
বিকেলে ওদের দুই ছেলেকে লাগছে
ভীষণ স্মার্ট ও বেশ ফিট্ ফাট ৷
আজ সকালে পেয়েছে ওরা
সুন্দর সুন্দর বেশ অনেক সার্ট
পেয়েছে একটা শক্ত মজবুত কাঠের  খাট
খাটের ওপরের তোষক
সুন্দর চাদরে ঢাকা
বালিশ আর  তোষকের মধ্যে ছিল রাখা
বেশ অনেক টাকা ৷
গলাতে জড়ানো  সাদা ফুলের মালা
পায়ের  নীচে  এক গুচ্ছ অগরুর ধূপ স্টিক জ্বালা
মাথার কাছে  রজনীগন্ধার  তোরা
বন্ধুর  শেষ বিদায়ে
শ্মশাণে এসেছিল  ওরা ৷
বাপি, শ্যামল,   সজ্ঞীব ভোম্বল
ওরাই বার বার বলছিল,
"বল হরি, হরি বোল "
ছেলেটার বিয়ের  কথাও হয়েছিল পাকা
বাপ্  মায়ের সন্তান ও  ছিল  একা ৷
হঠাৎ মারা গেল ম্যাসিভ হার্ট ত্র্যাটাকে
প্রদীপের নিথর দেহটাকে
যখন তোলা হলো  ইলেকট্রিক চল্লিতে
তখন অঝোরে ঝোড়ছিল বন্ধুদের চোখের জল
যখন লাল শিখায়  পুড়ছিল  দেহ
তখন খাট আর বিছানার দিকে তাকালো
এ শ্মশানের ডোম  রামদেও
ভাবলো  বড়লোক বাড়ির  ' এ ' ছিল কেহ
এ বিষয়ে  নেই কোনো  সন্দেহ  ৷