আমি  যাযাবর  বেদুইন
মানি না  কোন  আইন
ঘুড়ে  বেড়াই  দেশ  —দেশান্তরে
কখনো  আলোয়  কখনো  অন্ধকারে  ৷
আমি  যাযাবর  বেদুইন
পথ  যে  আমার  অন্তহীন  
কখনো  ডাক  দেয়  নিরাশার  হাতছানি  
কখনোও বা  দ্বীপান্তরের  কালাপানি  ৷  
আমি  যাযাবর  বেদুইন
পড়বে  আমার  পথে  ধূসর  জমিন
পৌঁছে  যাবো  মরুভূমির  প্রান্তরে
এক  বিভীষিকাময়  যন্ত্রনার  অভ্যন্তরে  ৷
আমি  যাযাবর  বেদুইন  
আকাশ  পথে  পারি  দিব  যেদিন  
যতই  আসবে  গোলক  ধাঁধা
পথ  যে  আমার  কক্ষপথে  বাঁধা  ৷
আমি  যাযাবর  বেদুইন
আমি  জলপথের  সাবমেরিন  
বেড়িয়ে  পড়ি  মুক্তো  খোঁজার  সন্ধানে
পৌঁছে  যাই  নীল  তিমিদের  মাঝখানে  ৷
আমি  যাযাবর  বেদুইন  
কখনো  চঞ্চল  থাকি  কখনও  উদাসীন
কখনো  শববাহীদের  সাথে  গাই  গান
পৌঁছে  যাই  মহাশ্মশান  ৷