অকূল সায়রে ভেসে ভেসে- ঠিক কলম্বাসের মতো, থেমে থেমে আবিস্কার করা প্রত্যেকটা মুহূর্ত- রানীর সংবর্ধনার বদলে শুধু যেন হোঁচট খায় জমানো স্বপ্ন-
পৃথিবীর ওই আকাশ- নীল থেকে আরো গভীর নীলে ছেয়ে যায়- বারবারই অজানা সকল প্রশ্নরা উকি দেয় হৃদাকাশজোড়ে- আর আমপাতা পাঠেই ঘোড়া চড়ার স্বপ্ন...
হা হা হা এ তো নিতান্তই বোকামী!


[২১ ডিসেম্বর ১৪]