আম, আনারস, দোয়াতকালি,- নানি দাদির চেনা
স্থানিয়'তে এই মার্কা- সবার চির জানা।
ধান-নৌকোতে রাজার ভোট- বুড়ো চাচি কয়-
'এই পতিকে গেরাইম্যা ভোট- কেমনে বলো হয়'।
মই মার্কায় জলিল চাচার- খুবই ছিল নাম
আবু মেম্বার, মন্নান দাদার- প্রতিক ছিল আম।
বিকাল হলেই মিছিল হত- আনন্দের নাই শেষ
নিরপেক্ষ নির্বাচন তাই- তখন ছিল বেশ।
টাকাবাজি আর গলাবাজি (এখন) যেন নির্বাচনে চাই
ন্যায়বিচারী ভাল মানুষ- দেখার কিছু নাই।
মূর্খ বলো আর জাহিল বলো- সবাই চেয়ার যাচে
টাকার খেলায় বোকারা সব- বিবেক ফেলে নাচে।
বিবেক বুদ্ধি কাজে লাগুক- সত্যের হোক জয়
সবাই থাকুক নীতিতে অটল- ধোকাবাজিতে নয়।