ইদানিং আমার বিলোপ ঘটেছে
আমার নিখোঁজ বার্তা জনশ্রুতির মত ছড়িয়ে পড়েছে
এক কান থেকে অন্য কানে
মান অভিমানে কুয়াশার দল ফিরে ফিরে গেছে অনেক
সোনালী ধানের ক্ষেতে চড়াই এর মতন লুকিয়ে গেছে চাঁদ,
ঢের আকাশ থেকে ঝরে গেছে তারা
ঝরে গেছে হিজলের পাতা আমারই মত ।
জানি সেই কুয়াশা বুড়ি থাকবে না আর
সেই মায়াবী চোখের ছায়া
চির সত্যের মত আমাকেও ভুলে যাবে একদিন
ভুলে যাবে ইতিহাসের মতন...
তবু ইতিহাস কি মরে ?
হয়ত কষ্ট গুলো লাঘব হয়ে যায়
লঘু হয়ে যায় হিমের মায়া
তবু বেঁচে আছি জেনে
সমস্ত আইন ফেলে পিছে
শতেক যুগ পরে আমাকে মনে করে খোজে যদি কেও
এই সব নদীর তীরে
এই সব রূপালী জলের স্রোতে ভেসে যেতে দেখে
মনে কর আমি আবার ফিরে এসেছি
ফিরে এসেছি তারই হাত ধরে.........