(আমার অভিমানী সন্তান এর প্রতি)


তোমার সাথে কেমন করে করব আমি মজা?
আমার রাজ্যে তুমি যে অবিসংবাদিত রাজা।
আমি অদম তোমার কাছে সামান্য এক প্রজা,
প্রজা হয়ে করলে মজা মিলবে কঠিন সাজা।
প্রজাতো রাজার কাছেই করবে সকল নিবেদন,
কিযে প্রিয় প্রজার কাছে রাজার অমুল্য বদন।
সেই বদনের একটু হাসি অনেক যে তার মুল্য,
এই পৃথিবীর কারো সাথে নাই যে তার তুল্য।
আমি যদি তোমার মনে কভু দু:খ দিয়ে থাকি,
হাসি মুখে ক্ষমা কর, একটু ধর্য্য ধর নাকি?
সেই সাহস কি আছে যে ভাংগবো ধর্য্যের বাঁধ,
তোমার তরে নিবেদন তাই কর ক্ষম-অপরাধ।।