আমার চাওয়া
কেনো যানি পাওয়ার বিনিময়ে কিনতে হয়
আমার পাওয়া, ছলনার বসে করছে শুধু অভিনয়
এখন অব্দি হিসাব, গড়মিলের দ্বিদাদ্বন্ধে!
ফটিকের জিবন নিয়ে চলছি....
আমিই সিদ্ধান্তহীন বেখেয়ালি মানব
প্রশ্নে? জাতীর এক নরকীট।
না কেউ মন জয় করতে পেরেছে আমার
না মনের খোরক!


ভেবে দেখবার কিছু নেই, সবারি বিকল্প রয়েছে
রয়েছে অগণিত স্বপ্নের হাতছানি।
ভবিষ্যত চিন্তা গুলো আজ তাসের মত এলোমেলো
যেন, গুনপোকা দরা কাঠগড়ায় সম্মুখীন!
শূন্য রাতহীন ঘুমন্ত নগরীতে আমিই পথযাত্রী
শূন্যতেই চিরনিদ্রায় নিদ্রীত।
বুঝবার আগে, হৃদয়ে জমে থাকলো আরো
অগনিত শহস্র প্রশ্নের গড়মিল।


আচ্ছা, তুই কি শোধরাবি না?
নাকি জাতাকলের পৃষ্ঠে মরিচিকার সাথে
তুই করবি বসবাস। হ্যাঁ.......