হে মোর খোদা.......
                 তুমি অদৃশ্যের দৃশ্য,  অন্ধকারের আলো!
                  মনের মনিকোঠা, দিব্য জ্ঞানের দিশারী
                   মুত্তির সনদ, অবহেলিতদের সর্দার,  
                     যুলুম ও ব্যবিচারের মরনাস্ত্র।


হে মোর খোদা......।
            তুমি পাওয়ার আশা না পাওয়ার ভরসা!
                   ধৈর্যর আলামত, অধৈর্যর খেলাফত
                 সকল সৃষ্টির স্রষ্টা, পথহাহার পথদ্রষ্টা।
       ন্যায়ের স্তম্ব, অন্যায়ের বিভিষীকা আর জ্ঞানে জ্ঞানবুদ্ধ।


হে মোর খোদা.........
               তুমি ভৌত-অভৌত জগত রাজ্যের রাজা!
                               দৃশ্যহীন সংগ্রামী
             ইচ্ছে হলেই গড়তে পার আর অনিচ্ছায় ধংসায়ী।