তুমি দরবেশ হয়ে মুরিদের বেশে,
আসিলে আমার জিবনে-
      যেখানে আকাশ ভরা শুন্য তারা,
      এ সুন্দর ভূবনে।
তুমি পীর আউলিয়া বেশে হৃদয়ে এসে-
করছ সত্যের শাসন।
       আমি ভিন গ্রহি মানবের বেশে
       করছি বিশ্ব ভ্রমন।
তুমি আমার শাসনতন্ত্রের মাঝে,
নিয়মনীতির এক বাঁধা!
        আমি নির্জিব হয়ে, ক্রণ্দনে ক্রণ্দনে-
        যেন চেষ্টাঘেরা ধাঁধা।
তুমি ছন্নছারি, আকুতি-মিনতি,
করজোর ঘেরা অপ্রাপ্তি নামক প্রাচীর।
        আমি হৃদয়খন্ডনিতে বসত গড়িয়াছি হে,
        আমি চির সংকোচিন।
তুমি একতরফা সমাজ ব্যবস্থা-
নিত্য মায়ার বাঁধন,
        আমি স্তম্ভিত, আবেগে আবেগাপ্লুত-
        মানিনা কোন বারন।
তুমি শাসন বারন, চিরাচরিত পন্থা-
দিব্যি তাসের খেলা।
       ভেঙ্গে দিয়ে যাজরা কলহ জয় করিব আমি হে তোমায়
       করব নাতো হেলা।
তুমি নিশিত রাতের আলোর দীপিকা,
নিস্পাপ মায়ার বাধন-
       আমি একাকার চিন্ন হাহাকার-
       নিরবে, নিবৃত্ত করি তোমায় লালন।
হ্যাঁ,  নিরবে, নিবৃত্ত করি তোমায় লালন।