স্তব্দ জনজীবনের মাঝে আজ গড়েছি বাসস্থান-
বাদ, বিবাদ, ভুলে আমরা লোপট করছি বিশ্ব ভ্রশ দমন।
শাসনতন্ত্রের মাঝে আজ- ছেড়া চিরকুট ঘেরা জাল,
মানুষ্য পতিত হয়েছে নিপাতিত, হারিয়ে ফেলেছে সব তাল।


মান ইজ্জত, সম্মান, ভ্রাতৃত্ববোধ আজ হয়েছে ফরমালিটির সাথে-
কেউ শুনে নাক শাসন বারন মিশেছে, অন্ধকারে  ননামক ধাঁচে
শিড়াই উপশিড়াই তাদের ধরেছে জং  
হইইয়াছে- আত্ম অহংকার নামক গর্ব,
নিপাতনে সিদ্ধ, সমাজ সংস্কৃতি-ভেবে দেখ!
কোথায় আছে তার খর্ব,


নিছক হচ্ছে মন মানুষিকতা, সবাই টাকার পিচে ছুটছে-
পন্ডিতেরা বলে, ওগো শোন ভাই-  সবি হ্যাঁ মিছে।
সবি হ্যাঁ মিছে।
উৎকর্ষময় ভদ্র সমাজ এখন আশা করা যায় না,
আমরা সবাই ভিন্ন নগরির নাগরিক-
রয়েছে বাহারি রঙ্গের বায়না।
আড্ডায় মশগুল থেকে, অকর্মের মত-
শিকলে চালাচ্ছি জিবন ব্যবস্থা,
তাইতো বিপাকে, পড়ছে নেতিয়ে- ক্রমে ক্রমে সমাজের আস্থা।


ক্লান্তিহিন বেশে সন্নাসি হয়ে,  লিপ্ত থাকছে সর্বক্ষন।
যাই কর না কেন, আর যাই হও না কেন,
আসলে তুমি নও বিচক্ষন।
তামাশা ঘেরা আড্ডায় বিভোর, রঙ্গিলা... চির যৌবন তাই না।
হবে না ক পরিপূর্ন কখনো-
থাকবে এ ভূমন্ডলে, বাহারি রঙ্গের বায়না।


সর্বশেষ,
মেঘে মেঘে ডাকা পড়ে গেছে, হে- মানুষ্য
আজ শুধু আনাফসি আনাফসি,
কিছু মনুষ্য বলে......
ত্যাগ করো সব বেজাল, করে দাও নির্বজাল-
শুরু কর নতুন শপথ, চ্ল গাই সাম্যের নীতি।


(((বাসে চড়ারত অবস্থায়, এক সন্ধ্যায় )))